Wednesday , 8 May 2024
শিরোনাম

রাবিতে ছাত্র-শিক্ষক নির্যাতন দিবস পালন

রাজশাহী প্রতিনিধি:-রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক নির্যাতন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার সকাল ১১ টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ছাত্র-শিক্ষক নির্যাতন দিবস পালন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আয়েন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর সুলতান উল ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর অবায়দুর রহমান প্রামানিক।

এসময় নির্যাতিতরা সেদিন ষড়যন্ত্রের মাধ্যমে ছাত্র-শিক্ষকদের রাজপথে নামিয়ে নির্যতনের স্মৃতিচারণ করে বলেন, সে সময় ছাত্র-শিক্ষকদের নির্যাতনের পাশাপাশি আমাদের পরিবারের ওপর চালানো হয়েছিলো মানসিক নিপিড়ন।
বক্তারা আরো বলেন, নির্যাতিত ছাত্র-শিক্ষকদের অবদান বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরে তাদের অনুপ্রেরণা যোগাতেই এ দিবস পালন করা হয়।
এছাড়াও সভায় উপস্থিত নির্যাতিতদের সৌজন্য উপহার তুলে দেওয়া হয়।

গত ফেব্রুয়ারি ২ তারিখে শহীদ হবিবুর রহমান হলের সামনে দুর্ঘটনায় মারা যাওয়া গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহবুব হাবিব হিমেলের পরিবারের জন্য ১ লক্ষ টাকা দেন রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন।

Check Also

১৩৯ উপজেলায় ভোটগ্রহণ চলছে

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দেশের ৫৯ জেলার ১৩৯টি উপজেলায় ভোটগ্রহণ চলছে। আজ বুধবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x