ফেঁসে যেতে পারেন সওজ এর দুর্নীতির রাঘব বোয়ালেরা
শামীম আশরাফ ও কাজী আশিকুর রহমান :
আগামী নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন সেক্টরে দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান চলবে। নির্বাচনে যেন কালো টাকার প্রভাব না থাকে এই বিষয়টা এখনই ভাবাচ্ছে গোয়েন্দা সংশ্লিষ্টদের । গত তিনটি নির্বাচনে সরকারি কর্মকর্তারা বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা করতো নির্বাচনে। বর্তমান অন্তবর্তী কালীন সরকারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অবাধ ও সুষ্ঠু নির্বাচন। বিভিন্ন রাজনৈতিক দলগুলোও চাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে সবচেয়ে বড় বাধা কালো টাকা।
নির্বাচনের আগে দুদকের সফল অভিযান পরিচালনা অব্যাহত থাকলে নির্বাচনে কালো টাকার প্রভাব কমবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। অনেক দুর্নীতিবাজ কর্মকর্তা নির্বাচনে প্রভাব বিস্তার করার চেষ্টা করে। দুদকের সাম্প্রতিকালে অভিযানে সওজ এর দুর্নীতিবাজ রাঘব বোয়াল কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে ।
সড়ক ও জনপথ অধিদপ্তরে কর্মকর্তা ও কর্মচারীই দুর্নীতির সাথে কম-বেশী জড়িত মনে করা হয় । বিভিন্ন সময় গণমাধ্যমে দুর্নীতি পরায়ন প্রকৌশলী ও কর্মচারীদের দুর্নীতির চিত্র প্রতিবেদনে উঠে আসছে। কিন্তু অদৃশ্য হাতের ইশারায় এদের দুর্নীতির বিচার হয় না বললেই চলে। এমনকি প্রশাসনিক ব্যবস্থা ও হয় মন্থর গতিতে। যার ফলে সওজ এর অফিস গুলো এককটি দুর্নীতির স্বর্গরাজ্যে পরিনত হয়েছে।যেখানেই উন্নয়ন কর্মকান্ড সংগঠিত হয় সেখানেই দুর্নীতির সুযোগ থাকে। এর লাগাম টেনে ধরাই সুশাসনের প্রাথমিক ধাপ।
(সওজ নিয়ে ধারাবাহিক প্রতিবেদন পর্ব – ১) চলবে

								                                        

















