জাবি প্রতিনিধি-আসিবুল ইসলাম রিফাত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বর্তমান সময়ে যে উন্নয়ন মূলক কাজ চলছে তা অপরিকল্পিত আখ্যা দিয়ে দ্রুতই বন্ধের দাবি জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুর ২টায় মীর মশাররফ হোসেন হলের সামনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
এ সময় শিক্ষার্থীদের হাতে “হল এরিয়াতে বিল্ডিং কেন? অপর্যাপ্ত ক্লাসরুম সংকট নিয়ে সুইমিং পুল চাই না। পরিবেশের ক্ষতি করে এ কেমন উন্নয়ন? সুষ্ঠু সুষম উন্নয়ন চাই।” প্রভৃতি প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায়৷
মানবন্ধনে বক্তারা অপরিকল্পিত উন্নয়ন কাজ বন্ধ করাসহ চার দফা দাবি উত্থাপন করেন। হল অফিস থেকে ৬০ ফিটের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ না করা, স্থাপনার জন্য হলের পরিবেশ নষ্ট না করা, হলের সামনের দোকানগুলো প্রকল্পের বাইরে রাখার দাবি জানান।
মানবন্ধনে আইন বিভাগের শিক্ষার্থী সাইমুন ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে একটি সুইমিং পুল আছে৷ সেটাকে ফেলে রেখে টাকা নষ্ট করে নতুন করে সুইমিং পুলের কি প্রয়োজন? এটাকে মেরামত করলেই হয়। স্পোর্টস কমপ্লেক্সের নামে মীর মোশাররফ হলের রাস্তা অদৃশ্য করে ফেল হয়েছে। আমাদের হলের কাছাকাছি কোন খাবারের দোকান নাই। এসসব বিষয় মাথায় রেখে আমাদের এ মানববন্ধন৷’
উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী উৎপল কুমার রায় বলেন, ‘এ নির্মাণ কাজ একেবারেই অপ্রয়োজনীয়। সবুজ ক্যাম্পাস হিসেবে এ বিশ্ববিদ্যালয়ের একটা পরিচিতি আছে। গাছপালা এখানকার পরিবেশের সৌন্দর্য নির্দেশ করে। কিন্তু উন্নয়নের নামে অনেক গাছ কেটে ফেলা হয়েছে৷ আমাদের একটাই দাবি অবিলম্বে অপরিকল্পত স্থাপনা নির্মাণের কাজ বন্ধ করে দেয়া হোক।’
দর্শন বিভাগের শিক্ষার্থী ফয়সাল আহমেদ মারুফ বলেন ‘সংস্কার না করে অযথাই একটা সুইমিং পুল নির্মাণ করা হচ্ছে। আমরা এর জন্য ধিক্কার জানাই।অচিরেই এটা বন্ধ না করলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে অগ্রসর হবো৷’
উল্লেখ্য, অধিকতর উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় ধাপের আওতায় মীর মশাররফ হোসেন হল সংলগ্ন এলাকায় অত্যাধুনিক স্পোর্টস কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু হয়েছে৷ ক্যাম্পাসের প্রাণপ্রকৃতি ধ্বংস করে নির্মাণ করায় শুরু থেকেই এর বিরোধিতা করে আসছেন শিক্ষার্থীরা