রাম বসাক, শাহজাদপুর, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে। রোববার (২৮ আগস্ট) সকালে শাহজাদপুর উপজেলা বিএনপির উদ্যোগে তেলের মূল্য বৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে শাহজাদপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ড. এম এ মুহিতের শ্রীফলতার বাসভবনে সকল দলীয় নেতাকর্মীরা উপস্থিত হয়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এ সময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন হিরুর সভাপতিত্বে এ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রুনানা মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আরিফুজ্জামান আরিফ, বিএনপি নেতা আমির হোসেন সবুজ, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন জুয়েল।
এদিকে পাল্টা কর্মসূচি হিসেবে, বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ পৌর শহরে প্রতিবাদ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন। এ সময় বিএনপি জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির টিপু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, শ্রম বিষয়ক সম্পাদক কোরবান আলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য রাজীব শেখ সহ সহযোগী সংগঠনের নেতৃত্ববৃন্দ