লোকমান আনছারী রাউজান প্রতিনিধি
চট্টগ্রামের রাউজান উপজেলায় বিনাজুরী ইউনিয়নে কাগতিয়া বাজারে অগ্নিকান্ডের ঘটনায় ৫ টি দোকান ঘর আগুনে পুড়ে ছাই হয়েছে।গত শনিবার দিনগত রাত ১১ টার সময় উপজেলার বিনাজুরী ইউনিয়নের কাগতিয়া বাজারে আগুনের সুত্রপাত হয়ে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।ওই বাজারের অনিল বড়ুয়ার মুদি দোকান, বিকাশ শীলের রাইজ মিল, মিন্টু দাসের মাছের আরত, সুমন ধরের স্বর্ণের দোকান,গোপার মল্লিককের সবজির দোকান আগুনে পুড়ে প্রায় ৭০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকানিরা।বিনাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিন্দ্র লাল চৌধুরী,ও প্যানেল চেয়ারম্যান কামরুল ইসলাম বাচ্চু ঘটনাস্থলে উপস্থিত থেকে আগুন নিয়ন্ত্রনে সহযোগিতা করেন বলে জানা যায়।স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান,শনিবার দিনগত রাত ১১ টার সময় উপজেলার কাগতিয়া বাজারে হঠাৎ আগুন লাগে।এ সময় স্থানীয় ব্যবসায়ীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। রাউজান ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষনে ওই দোকান গুলো পুড়ে ছাই হয়ে যায়।তিনি আরো জানান,মসার কয়েল থেকে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হয়েছে। এতে প্রায় ৭০ লক্ষাধিক টাকার ক্ষতিও হয়েছে।২৮ আগস্ট সোমবার অগ্নিকান্ডের স্থান পরিদর্শন করেন সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম ও রাউজান থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুন,উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ সহ স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্য বৃন্দ পরিদর্শন কালে তারা বলেন স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপির দিক নির্দেশনায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।