মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার: স্বাধীনতার মহান স্থপতি, ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বান্দরবান জেলা শ্রমিক লীগের আয়োজনে শোক র্যালী, শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা ৩০ আগস্ট মঙ্গলবার বিকেলে ৭নং ওয়ার্ডের আর্মিপাড়ায় সভাস্থলে অনুষ্ঠিত হয়।
শুরুতে স্থানীয় রাজার মাঠ থেকে একটি বিশাল শোক র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্মিপাড়ার সভাস্থলে গিয়ে সমাবেত হয়।
বান্দরবান জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলামের সঞ্চালনায় বাংলাদেশ জাতীয় কৃষক লীগ বান্দরবান জেলা কৃষক লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুছা কোম্পানী এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুর রহিম চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, যুগ্ন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, ক্যসাপ্রু মারমা, সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ, চৌধুরী প্রকাশ বড়ুয়া, শহর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক সামশুল ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক কেলুমং মারমা, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, শ্রমিক লীগের নেতা মিলন,মোঃ হারুন গাজী, আব্দুল মান্নান,বান্দরবান পৌরসভার ৭নংওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুর মুহাম্মদ কালু, সাধারণ সম্পাদক মোঃ জলিল, সাংগঠনিক ফরিদ খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আলী,৭নং ওয়ার্ড আওয়ামী লীগের হাবিব মাস্টার,এ্যাড: প্রিন্স,মো: শহিদুল,৯নং ওয়ার্ড দক্ষিণ শাখার সভাপতি আবুল কালাম,৯নং ওয়ার্ড দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক সুনীল কান্তি দাশ, ৩নং ওয়ার্ড শাখার সভাপতি মিলন কোম্পানি, সাধারণ সম্পাদক টিটু বড়ুয়া’ সহ জেলা আওয়ামী লীগের, কৃষকলীগ,ছাত্রলীগ, শ্রমিকলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, পার্বত্য এলাকার জন্য পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি শ্রম দিয়ে যাচ্ছেন, আর তার কারণেই পাহাড়ে উন্নয়ন অব্যাহত রয়েছে। তাই আগামী নির্বাচনে ৭ম বারের মত বান্দরবান ৩০০নং আসন থেকে আমরা বীর বাহাদুরকে নির্বাচিত করে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন।