সাতকানিয়া প্রতিনিধি ,মোহাম্মদ হোছাইন:
সাধারণ ভোক্তাদের স্বস্তি দিতে আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সারাদেশে ওএমএসের চাল বিক্রি শুরু হয়েছে। সারাদেশের ন্যায় ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সাতকানিয়া উপজেলার সকল ইউনিয়নে ও পৌরসভার ৪টি কেন্দ্রে চাল কর্মসূচির উদ্বোধন করা হয়। ভোক্তারা লাইনে দাঁড়িয়ে কেউ যেন একাধিকবার চাল নিতে না পারে, সেজন্য টিসিবির কার্ডধারীকে অগ্রাধিকার দেয়া হয়। মাসে ৫ কেজি করে দুই বার এই চাল দেওয়া হবে। চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, সাতকানিয়া সহকারি কমিশনার ভূমি মং চিংনু মারমা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তপন কুমার রুদ্র, উপজেলা স্বেচ্ছাসেকবলীগের সভাপতি সাইফুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক নবাব মিয়া রকিব প্রমুখ।