একক কাব্যগ্রন্থ প্রকাশ করতে চাই ফারজানা
ফারজানা আকতার জুই,ছোট বেলা থেকেই যার কবিতার প্রতি ছিল এক ধরনের শখ্যতা,শিশু থেকে কৈশোর,তার পর জীবনের অনেক কয়টা ধাপ পেরিয়ে জুই এখন মেহেরপুর সরকারী কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষে পদার্পন করেছেন ।ফারজানা আকতার জুই মেহেরপুর সদর উপজেলার ময়ামারি গ্রামের দক্ষিন পাড়ার ওয়াজেল হকের মেয়ে।
করোনা মহামারিতে পৃথিবী যখন স্থবির,জুই এর মাথায় আসে আরেক চিন্তা, মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করেন কাব্য গ্রন্থ্য রচনার।যা কথা সেই কাজ,শুরু হয় কাব্য সাধনা,একে একে বেশ কয়টি যৌথ কাব্যগ্রন্থ্য রচনা প্রকাশ করেন,তার মধ্যে উল্লেখযোগ্য যৌথ কাব্যগ্রন্থ হল, ঘন মেঘের আঁধার,অগ্নিশিখা,প্রতিক্ষার প্রহর, অনুভূতির প্রতিচ্ছবি,রক্তে ভেজা বত্রিশ নম্বরের সিড়ি ইত্যাদি।তিনি লেখাপড়া শেষ করে কো্ন একটি সরকারি চাকুরি ও পাশা পাশি উৎসাহ পেলে একক কাব্য গ্রন্থ্য রচনা ও প্রকাশ করেত চান।কাব্যগ্রন্থ্যের পাশা পাশি তিনি ৩৫টির উপরে কবিতাও লেখেছেন,তিনার উল্ল্যেখ যোগ্য কবিতার মধ্যে প্রিয় কবিতা-মুজিব ধ্রুবতারা
ফারজানা জুই
তুমি সকাল, তুমি সন্ধ্যা তুমি সবার আলো।
তুমি মঙ্গল, তুমি মুক্তি তুমি মুছে দিয়েছো কালো।
তুমি শ্রেষ্ঠ, তুমি শান্তি তুমি স্বাধীন দেশের গান।
তুমি অক্ষয়, তুমি অমর তুমি বাংলাদেশের প্রাণ।
তুমি মসজিদে, তুমি মন্দিরে তুমি গির্জার ঘণ্টায়।
তুমি বর্ষায়, তুমি বসন্তে তুমি শরতের শ্যামলিমায়।
তুমি সুখে, তুমি দুখে তুমি বাঙালির হৃদয়ে।
তুমি স্বপ্ন, তুমি সত্যি তুমি ভাটিয়ালির সুরে।
তুমি অবিনশ্বর, তুমি চিরঞ্জীব তুমি বাঙ্গালীর নিশ্বাস।
তুমি বন্ধু, তুমি পিতা তুমি একটি ইতিহাস।
তুমি অক্ষর, তুমি ভাষা তুমি লাল সবুজের পতাকা।
তুমি বজ্রকন্ঠ, তুমি বিপ্লব তুমি বাংলার স্বাধীনতা।
তুমি শক্তি, তুমি সাহস তুমি সোনার বাংলা।
তুমি ধন্য, তুমি বিজয়ী মুজিব তুমি ধ্রুবতারা।