ফরিদগঞ্জে হাসান ৩৫ নামে এক ব্যক্তির লাশ উদ্ধার
মোঃ জাকির হোসেন, ফরিদগঞ্জ, চাঁদপুর প্রতিনিধি।।
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পৌর সভাধীম ৩ নং ওয়ার্ডের মিরপুর গ্রামের সত্তার তফাদার বাড়ির পুকুরের পশ্চিম পাড়ে হাসান ৩৫ নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ১১জুলাই। বৃহস্পতিবার দুপুরে দুটি বাচ্চা মসজিদে নামাজ পড়তে গিয়ে লাশ পড়ে থাকতে দেখে ফরিদগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ আলম তার সঙ্গীও ফোর্স নিয়ে ঘটনার স্থলে আসে। ঘটনাস্থলে এসে লাশটির তদন্ত করে ময়নাতদন্তর জন্য চাঁদপুর প্রেরন করা হবেকরে ময়না তদন্তের জন্য চাঁদপুরে প্রেরণ করা হয। হত্যা না আত্মহত্যা তদন্তের মাধ্যমেই রহস্য উদঘাটন করা হবে। এলাকায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে।এদিকে যানাজায় ষে হাসান মিয়া পাশের নোয়াগা গ্রামের মৃত খোকন রংমিজির মেজো ছেলে। পারিবারিকভাবে জানা যায় যে গত রাত দুইটার সময় হাসান ঘর থেকে বেরিয়ে আসে,সে আর ঘরে ফিরে আসেনি।পরিবার থেকে থানায় ও খোঁজ নেয়। পরে অনেক খোঁজাখুঁজির পর ১১ই জুলাই দুপুর দুইটা তার লাশের সন্ধান পাওয়া যায়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে এটি একটি পরিকল্পিত হত্যা।