মসজিদের খতিবকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা, হামলাকারী আটক
চাঁদপুর সদর প্রতিনিধি।।
চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়া মোল্লা বাড়ি জামে মসজিদে জুমার নামাজ শেষে মসজিদের প্রতিষ্ঠাতা খতিব মাওলানা আ.ন.ম. নূর রহমান মাদানির উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজ আদায়ের পর এই ঘটনাটি ঘটে।
আহত মাওলানা নূর রহমান মাদানী মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক মোবাল্লেগ এবং চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ গুনরাজদী এলাকার মৃত মাওলানা জামাল উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
ঘটনার পরপরই মসজিদ প্রাঙ্গণ থেকে হামলাকারী মো. বিল্লাল হোসেনকে (৫০) আটক করেছে পুলিশ। তিনি চাঁদপুর শহরের বকুলতলা এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে এবং কাঁচামালের ব্যবসায়ী।
কি কারনে তিনি ঘটনা ঘটিয়েছেন সে ব্যাপারে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি, পুলিশ ব্যাপারটি গভীরভাবে ক্ষতিয়ে দেখছেন বলে জানিয়েছেন ।