রক্তাক্ত, জুলাই আগস্ট -২০২৪ গণঅভ্যুস্থান ও শহীদ এর স্মরণে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
মোঃ নাহিদ আলী, স্টাফ রিপোর্টার।।
নাটোর জেলা শ্রমিক দলের উদ্যোগে জুলাই আগস্ট ২০২৪ গণ অভ্যুত্থান ও শহীদের স্মরণে-১২/০৭/২০২৫ইং শনিবার সকাল ১০ ঘটিকায়,নাটোর জেলা পরিষদ,অডিটোরিয়ামে জুলাই আগস্ট গণঅভ্যুস্থান,ও শহীদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে,প্রধান-অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা জনাব মোঃ এ্যাড.এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি নাটোর জেলা শ্রমিক দল।
বিশেষ অতিথি-হিসেবে উপস্থিত ছিলেন,জনাব রহিম নেওয়াজ,আহ্বায়ক জেলা বিএনপি, নাটোর জনাব,আসাদুজ্জামান আসাদ, সদস্য সচিব জেলা বিএনপি নাটোর। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত জাতীয়তাবাদী দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করেন।দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও অভ্যুত্থানে সকল শহীদদের স্মরণে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।