Monday , 20 May 2024
শিরোনাম

শাহজাদপুরে সাবরেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির অবৈধ ভাবে চাঁদা আদায়ের অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দলিল লেখক সমিতির ব্যানারে অবৈধ ভাবে দাতা-গ্রহীতাকে জিম্মি করে নির্দিষ্ট হারে চাঁদা আদায়ের অভিযোগের প্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন অধিদপ্তর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন জেলা রেজিস্ট্রারকে। গত ৬ সেপ্টেম্বর নিবন্ধন অধিদপ্তরের মহা পরিদর্শক শহীদুল আলম ঝিনুকের স্বাক্ষরিত ১০.০৫.০০০০.০০৫.২২থ২৫০(৬১) স্মারকে এ নির্দেশনা দেয়া হয়েছে। পত্র সূত্রে জানা যায়, শাহজাদপুর সাবরেজিস্টারের কার্যালয়ে দলিল লেখক সমিতির ব্যানারে দাতা-গ্রহীতাকে জিম্মি করে দীর্ঘদিন ধরে নির্দিষ্টহারে চাঁদা আদায় করে আসছে একটি চক্র। চাঁদা আদায়ের অভিযোগের প্রেক্ষিতে দুদক, পাবনা জেলা কার্যালয় তদন্ত করে দলিল লেখক সমিতির সভাপতি আব্দুর রশিদ ও সমিতির প্রধান উপদেষ্টা জাহিদ হাসানের সম্পৃক্ততা পেয়ে প্রতিবেদন পেশ করেন দুদকের প্রধান কার্যালয়ে। বিষয়টি নিয়ে গত ৮ আগস্ট দুর্নীতি দমন কমিশনের এনফোর্সমেন্ট ইউনিটের মহাপরিচালক জিয়া উদ্দিন আহমেদ ০০.০১.০০০০.১০৯.৩০.০০১.১৯-১৩১২ নং স্মারকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন অধিদপ্তরে প্রতিবেদন প্রেরণ করেন। দুদকের আবেদনের প্রেক্ষিতে নিবন্ধন অধিদপ্তর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
বিষয়টি নিয়ে অভিযুক্ত দলিল লেখক সমিতির সভাপতি আব্দুর রশিদের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

এদিকে ২০১৯ সালের সেপ্টেম্বরে শাহজাদপুর সাবরেজিস্টার সুব্রত কুমার গুণে গুণে উৎকোচ গ্রহণ করায় বরখাস্ত হন এবং তাঁর বিরুদ্ধে করা বিভাগীয় মামলা চলমান রয়েছে। এরপর কয়েক মাস অফিস বন্ধ থাকার পর অস্থায়ী একজন সাবরেজিস্টার দিয়ে অফিস চালু হলেও থেমে নেই উৎকোচ গ্রহণ। বরং আরও বেপরোয়া হয়ে প্রতিটা দলিল রেজিস্ট্রি করতে সরকারি ফি-এর বাইরে অতিরিক্ত ২৫ শত টাকা আদায় করা হয় অফিসের কেরানি মহির উদ্দিনের মাধ্যমে। বিষয়টি নিয়ে দলিল লেখকদের সাথে কথা বললে নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘আমরা নিরুপায়। অতিরিক্ত অর্থ না দিলে দিনের পর দিন দলিল রেজিস্ট্রি হবে না। সমস্ত কাগজপত্র ঠিক থাকলেও ২৫ শত টাকা অতিরিক্ত টাকা দিলে তবেই দলিল রেজিস্ট্রি হয় না হলে হয়না। আমরা বাধ্য হয়ে অতিরিক্ত উৎকোচ দিয়ে দলিল করি’।

এ বিষয়ে শাহজাদপুর সাবরেজিস্টার মো. সামিউল হাসান জানান, ‘ডিআর স্যার আমাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। খুব তাড়াতাড়ি তদন্ত শুরু করবো’।
অতিরিক্ত উৎকোচ আদায়ের বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি অস্বীকার করে জানান, ‘সরকারি ফি এর বাইরে কোন অর্থ নেওয়া হয় না’।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা রেজিস্ট্রার মো. জাহাঙ্গীর আলম জানান, ‘চিঠি পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে শাহজাদপুর সাবরেজিস্টারকে।

Check Also

বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার কর্মী সমর্থকদের প্রাণনাশের হুমকিসহ নানা অভিযোগে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাড.হুমায়ুন কবির সুমনের সাংবাদিক সম্মেলন

লুৎফুর রহমান রিপন।। আসন্ন ৬ষ্ঠ উপজেলা নির্বাচনকে ঘিরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া মার্কা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x