Sunday , 5 May 2024
শিরোনাম

৫ রানে ৫ উইকেট শিকার করলেন বাংলাদেশি বোলার

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব শুরুর আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে দাঁড়াতেই পারেনি সংযুক্ত আরব আমিরাত।

স্বাগতিকদের তাদের মাটিতেই উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

একমাত্র প্রস্তুতি ম্যাচটি ৫৪ রানে জিতেছে বাংলাদেশ। এ জয়ের নায়ক বাংলাদেশের লতা মণ্ডল। মাত্র তিন ওভারে মাত্র ৫ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন লতা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বল হাতে নিয়মিত নন লতা। কিন্তু তার মিডিয়াম পেসেই ধরাশায়ী হয়েছে আরব আমিরাত।

শুক্রবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আমিরাতের মুখোমুখি হন বাংলাদেশের বাঘিনীরা।

আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করেন নিগার সুলতানারা।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান আসে সোবহানা মোস্তারির ব্যাট থেকে। ৩২ বলের পাঁচটি চারের মারে ৩৯ রান করেছেন তিনি।

এ ছাড়া মুর্শিদা খাতুন ২৮ বলে ৩২ ও নিগার সুলতানা করেছেন ২৫ বলে ২৫ রান।

জবাবে পুরো ২০ ওভার খেললেও ৯ উইকেট হারিয়ে ৭০ রানে থেমে গেছে আরব আমিরাতের ইনিংস।

১২৫ রানের তাড়ায় শুরুটা ভালোই করেন আমিরাত। একপর্যায়ে মাত্র ২ উইকেট হারিয়ে ৫৭ রান করে ফেলে আমিরাতের মেয়েরা।

সেখান থেকে লতার বোলিংয়ে একের পর ১ উইকেট হারায়। শেষের ৪০ বলে ৭ উইকেট হারিয়ে তারা করতে পেরেছে মাত্র ১৩ রান।

মেইডেন না পেলেও ৫ রানে ৫ উইকেট শিকার করেছেন ডানহাতি মিডিয়াম পেসার লতা।

Check Also

ক্লাস শুরু রোববার: মানতে হবে যেসব নির্দেশনা

সারা দেশে রোববার (৫ মে) থেকে মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x