Wednesday , 8 May 2024
শিরোনাম

এক সপ্তাহের মধ্যে সেলিম চেয়ারম্যানকে আত্মসমর্পণের নির্দেশ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় চাঁদপুরের বিতর্কিত চেয়ারম্যান সেলিম খানের জামিন স্থগিত করে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী এক সপ্তাহের মধ্যে তাকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে হাইকোর্টের দেয়া আগাম জামিন স্থগিত করে আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে চাঁদপুরের বিতর্কিত এই চেয়ারম্যানকে আত্মসমর্পণ করার নির্দেশ দেন চেম্বার আদালত।

মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। এ সময় আদালত বলেন, একই আবেদনে হাইকোর্টে দুই রকমের আদেশ হতে পারে না। মামলা নম্বর ভুল হওয়ায় আবার জামিন আবেদন গ্রহণযোগ্য নয়।

গত ১৪ সেপ্টেম্বর বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ তাকে আগাম জামিন দেন। পরে তা স্থগিত চেয়ে আবেদন করে দুদক।

গত ১৪ আগস্ট ৩৪ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তিন সপ্তাহের মধ্যে চাঁদপুরের বিতর্কিত চেয়ারম্যান সেলিম খানকে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট। কিন্তু সেই আদেশে ভুল আছে উল্লেখ করে আত্মসমর্পণ করেননি তিনি।

Check Also

১৩৯ উপজেলায় আজ ভোট, ইসির যত প্রস্তুতি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোট গ্রহণ বুধবার (৮ মে) অনুষ্ঠিত হবে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x