পাকিস্তানকে হারিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। ঐতিহাসিক এই জয়ের সাক্ষী হয়ে থাকল নিউজিল্যান্ডের হ্যামিল্টন।
নিজেদের প্রথম ওয়ানডে বিশ্বকাপে তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেল টাইগ্রেসরা। অন্যদিকে, বিশ্বকাপে পাকিস্তানের হয়ে প্রথম সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারলেন না সিদ্রা আমিন। বাংলাদেশের বিপক্ষে ৯ রানে হারের পাশাপাশি এক লজ্জার রেকর্ডে জিম্বাবুয়ের পাশে বসল পাকিস্তান।
এ নিয়ে ওয়ানডে বিশ্বকাপে টানা ১৮ ম্যাচ হারল পাকিস্তানের মেয়েরা। ১৯৮৩-৯২ পর্যন্ত এই রেকর্ডটি ছিল জিম্বাবুয়ের। এবার তাদের সঙ্গী হলো পাকিস্তান।
কাছে গিয়েও এমন হারে হতাশ পাকিস্তানের অধিনায়ক বিসমা মারুফ। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এই হার হজম করা খুব কঠিন। ম্যাচটিতে মিডল-অর্ডারে কিছু বাজে শটের মূল্য দিতে হলো। আমিন (সিদ্রা) খুব ভালো খেলেছে। তবে সে হতাশ কারণ সে ম্যাচটি শেষ করতে পারেনি।’
তিনি আরও জানান, ‘আমাদের এই লক্ষ্য তাড়া করা উচিত ছিল। কিন্তু শট নির্বাচন আমাদের হতাশ করেছে। খুব নিকটে যাওয়া দুটি ম্যাচে আমরা জিততে পারতাম।’