শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া উচ্চ বিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা,কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বেগম রোকেয়া’র ছবি পোড়ানোর প্রতিবাদে শুক্রবার(২৩ সেপ্টেম্বর) বিকালে কনিকাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শিবপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আলহাজ্ব আলী আহম্মদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এরশাদুল হকের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,সাবেক ইউপি সদস্য হাজী মোরশেদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া, শিক্ষক মোঃ অলিউল্লাহ্, সাবেক ছাত্রনেতা সোহরাওয়ার্দ্দিন চৌধুরী, প্রভাষক জাফর উল্লাহ, গ্রাম্য চিকিৎসক মোঃ জামাল, রহিজ মিয়া, আব্দুল বাতেন,রফিকুল ইসলাম, দ্বীন ইসলাম, সোহেল, আরিফ প্রমুখ।
উল্লখ্য, গত ১৫ সেপ্টেম্বর রাতে দুষ্কৃতকারী কর্তৃক কনিকাড়া উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষ ও প্রধান শিক্ষিকের কক্ষের তালা ভেঙে অগ্নিসংযোগ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি নজরুল ইসলাম ও বেগম রোকেয়া’র ছবি সহ বিদ্যালয়ের মূল্যবান কাগজপত্র পুড়িয়ে ফেলে।
প্রতিবাদ সভায় বক্তরা ন্যক্কারজনক এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং দ্রুততম সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করেন।