Tuesday , 14 May 2024
শিরোনাম

মুরাদনগরে উপবৃত্তি বঞ্চিত ১৭হাজার শিক্ষার্থী

কুমিল্লা উত্তর প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে জন্ম সনদ না থাকায় চলতি বছরের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা উপবৃত্তি কার্যক্রম থেকে বঞ্চিতের সংখ্যা ১৭,৪৪৫ জন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্যমতে, মুরাদনগর উপজেলার ২০৪টি প্রাথমিক বিদ্যালয়ে ৫৯ হাজার ৫ শত ৯৮ জন শিক্ষার্থী রয়েছে। স্কুল পড়ুয়া সকল শিক্ষার্থীদের উপবৃত্তির আওতায় আনতে প্রাথমিক শিক্ষা অফিস থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে ৪২ হাজার ১ শত ৫৩ জন শিক্ষার্থীকে উপবৃত্তির আওতায় আনা হলেও এই কার্যক্রমে অন্তর্ভুক্তি সম্ভব হয়নি ১৭ হাজার ৪ শত ৪৫ জন শিক্ষার্থীর।

চুলোড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলামের ভাষ্যমতে, এই স্কুলে মোট শিক্ষার্থী রয়েছে ৮৮ জন। উপবৃত্তির আওতায় এসেছে ৫৭ জন, বাকী ৩১ জন শিক্ষার্থীদের জন্মসনদ না থাকায় উপবৃত্তি পাওয়ার আবেদন করা সম্ভব হয়নি।

উপজেলা শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার বলেন, জন্মসনদের অভাবে প্রায় সাড়ে ১৭ হাজার শিক্ষার্থী উপবৃত্তি না পাওয়ার বিষয়টি কষ্টকর। উপবৃত্তির টাকা পাওয়ায় অনেক পরিবার তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠায়।বিষয়টির সঠিক সমাধানে জন্মসনদ কর্তৃপক্ষের দ্রুত কার্যকরী উদ্যোগ নেওয়া উচিত।

Check Also

‘ডোনাল্ড লুর সফরে ভিসা নীতি-র‍্যাবের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হবে’

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে আলোচনায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x