লোকমান আনছারী রাউজান প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে রাউজান থানার আয়োজনে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।২৫ সেপ্টেম্বর রবিবার বিকেলে রাউজান থানা কমপাউন্ডে আয়োজিত মতবিনিময় সভায় রাউজান থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুনের সভাপতিত্বে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী,সাধারণ সম্পাদক সুমন দে, দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রকাশ শীল,সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্তী, সহ সভাপতি ও ইউপি চেয়ারম্যান রবিন্দ্র লাল চৌধুরী, সহ-সভাপতি রুনু ভট্রচার্য্য,মুক্তিযোদ্ধা বাদল পালিত, তপন দে,উজ্জ্বল কান্তি দাশ,অনুপ চক্রবর্তী,রুবেল বৈদ্য,জিকু দত্ত,সম্ভু মজুদার, দীলিপ দে,শিমুল বিশ্বাস,পলাশ সেন,ডা: বিজয় দাশ,রাহুল দে,অনিক দাশ গুপ্ত,রাজেস মালাকার প্রমুখ।
মতবিনিময় সভায় রাউজান থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুন বলেন, রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপির নেতৃত্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষ জনক পর্যায়ে রয়েছে। তারপরও পূজা কালীন সময় নিরাপত্তার বলয়ে থাকবে পূজা মন্ডপ গুলো। কোন প্রকার শৃঙ্খলা ভঙ্গ হলে কঠোরহস্তে দমন করবে পুলিশ। তিনি পূজা কমিটির নেতৃবৃন্দদের বলেন, প্রতিটি পূজা মন্ডেপে সিসি ক্যামরা দ্বারা মনিটরিং করতে হবে। পূজা কমিটির নিজস্ব সেচ্ছা সেবক বাহিনী থাকতে হবে। কোন প্রকার সমস্যা হলে হট লাইন নম্বরে ফোন করলে পুলিশ সাথে সাথে মোকাবিলা করবে বলে জানান তিনি।