গ্রেপ্তার এড়াতে ছদ্মবেশে ২০ বছর পালিয়ে বেড়ানোর পর অবশেষে ধরা ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি ।
মো. আহসানুল ইসলাম আমিন, স্টাফ রিপোর্টার :
গ্রেপ্তার এড়াতে ছদ্মবেশে ২০ বছর পালিয়ে বেড়ানোর পর ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ মার্চ) সকালে ঢাকার কলতাবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই আসামির নাম ইকবাল। তিনি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ডুলিহিটা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, অস্ত্র ও ডাকাতি মামলার আসামি ইকবাল গ্রেপ্তার এড়াতে ছদ্মবেশে দীর্ঘ ২০ বছর ছদ্মবেশে পালিয়ে থাকার পর ঢাকার কলতাবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা সোয়েব আলী বলেন, ময়মনসিংহের একটি অস্ত্র ও ডাকাতি মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি ইকবাল। সাজা এড়াতে তিনি ২০ বছর পালিয়ে ছিলেন। তাকে ঢাকার কলতাবাজার থেকে গ্রেপ্তার করে মুন্সীগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।