Tuesday , 7 May 2024
শিরোনাম

গণহত্যা ও জেনোসাইড এর স্বীকৃতির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি:

১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যা ও জেনোসাইডের ঘটনা ঘটেছিল তা জাতিসংঘ কর্তৃক আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানিয়ে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১২টার দিকে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

এসময় বিশিষ্ঠ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইকবাল হোসেন কচি, লেখক নজরুল ইসলাম, সাংবাদিক নাহিদুল ইসলাম, ঋতু রবিদাস, রুমা আক্তারসহ সাংস্কৃতিক কর্মী, সংবাদকর্মীরা মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ৩ অক্টোবর জাতিসংঘের মানবাধিকার কমিশনের অধিবেশন অনুষ্ঠিত হবে। সেখানে প্রাণের দাবী ১৯৭১ সালে বাংলাদেশে যে গণহত্যা ও জেনোসাইড এর ঘটনা ঘটেছিল আমরা জাতিসংঘ কর্তৃক আন্তর্জাতিক স্বীকৃতির দাবি করছি। এখনও অনেক বদ্ধভূমি, গণকবর রয়েছে যা আমরা জানি না। এসব পর্যায়ক্রমে গবেষনা করে প্রকাশ করা হচ্ছে। সেই সাথে একাত্তরের জেনোসাইড অপরাধীদের আমারা চরম শাস্তি দাবী জানাচ্ছি। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে যে গণহত্যা হয়েছিল তার স্বীকৃতির দাবি নিয়ে বাংলাদেশ সরকার মানবাধিকার কমিশন অধিবেশনে তুলে ধরবেন এটাই আমাদের কামনা।

 

বাংলা৫২ নিউজ/নাহিদ

Check Also

গ্রামে লোডশেডিং না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

গ্রামাঞ্চলে লোডশেডিং না করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহরেও যাতে লোডশেডিং না হয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x