Monday , 13 May 2024
শিরোনাম

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে অবিশ্বাস্য ছাড়ে ভর্তি মেলা ১০ থেকে ২২ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক:

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের অবিশ্বাস্য ছাড়ে ফল ২০২২/০২ সেমিস্টারে ভর্তি মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান আলী। সোমবার সকাল সাড়ে নটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ভর্তি মেলার উদ্বোধন করেন তিনি। ১০ অক্টোবর থেকে ২২ অক্টোবর, ২০২২ পর্যন্ত এ ভর্তি মেলা অনুষ্ঠিত হবে ।

ভর্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার প্রধান উদ্যেক্তা ও বোর্ড অফ ট্রাস্টিজের সম্মানিত ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ জহুরুল ইসলাম, ট্রাস্টি সদস্য মো. মনিরুজ্জামান মোশতাক ও মো. জুলফিকার আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মোছা. ইসমত আরা খাতুন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. শহীদুর রহমান, ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর নূর উদ্দীন আহমেদ, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব কারশেদ আলম, প্রক্টর এস এম হাসিবুর রশিদ তামিম, রোভার স্কাউট এর সম্পাদক এম এ গাফফার মিঠু, প্রমোশন অফিসার ইমাম মেহেদী সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী বৃন্দ।

আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রফেসর ড. মোহাম্মদ জহুরুল ইসলাম এর ততত্বাবধানে এক বর্ণাঢ্য মটর শোভাযাত্রা ও শহরের এনএস রোড হয়ে ছেউড়িয়া, কুমারখালী, খোকসা, পাংশা উপজেলা পরিষদ ও প্রধান শহর প্রদক্ষিণ শেষে ক্যাম্পাসে শেষ হয় বিকেল চার ঘটিকায়। মেলা উপলক্ষে বিশেষ ছাড়ে ভর্তি চলবে ১০ অক্টোবর থেকে ২২ অক্টোবর ২০২২ পযর্ন্ত সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পযর্ন্ত।

Check Also

৩ লাখ ফিলিস্তিনি রাফা ছেড়ে পালিয়েছেন: জাতিসংঘ

ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে হামলা শুরু করেছে ইসরায়েল। ফলে শহরটি ছেড়ে ইতিমধ্যেই পালিয়ে গেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x