নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞার ৩য় দিনে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে ৪০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ এবং মোঃ মোর্শেদ ও মোঃ মন্নান নামে ২ জেলেকে আটক করা হয়েছে।
আটককৃত মোঃ মোর্শেদ (৩০) ও মোঃ মন্নান (৫৫) বোরহানউদ্দিন উপজেলার মির্জাকালু এলাকার খাসমহল বাজারের হাসাননগর ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।
৯ অক্টোবর রবিবার বেলা ১২ টা থেকে সন্ধা পর্যন্ত ভোলা জেলা মৎস কর্মকতা মোল্লা এমদাদুল্যাহ,বাংলাদেশ নৌ পুলিশ হেড কোয়াটারের পুলিশ সুপার (অপারেশন এন্ড ইন্টেলিজেন্ট) ড.আকতারুজ্জামান বসুনিয়া,বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুন্নি ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত ২ জনকে ১৯৫০ এর ৪ ধারায় ১ হাজার টাকা করে ২ হাজার টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয় এবং জব্দকৃত কারেন্ট জাল মেঘনা নদীর তীরে হাকিমুদ্দিন লঞ্চঘাট এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়।
পরে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে বাংলাদেশ নৌ পুলিশ (হেড কোয়াটার) পুলিশ সুপার ড.আকতারুজ্জান বসুনিয়া জানান,সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভোলায় কিছু অসাধু জেলে নদীতে মাছ শিকার করে আসছে এ সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে ভোলায় আমাদের ফোর্স সহ এসে নদীতে অভিযান পরিচালনা করি এবং ২ লাখ মিটার জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে যার আনুমানিক বাজার মূল্য ৪০ লাখ টাকা।
ভবিষ্যত এ অভিযান অব্যাহত থাকবে বলে ও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন নৌ-পুলিশ বরিশাল (সার্কেল) সহকারি পুলিশ সুপার মাহাবুবুর রহমান,বোরহানউদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহম্মদ আখন্দ,মির্জাকালু নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ শরিফুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। ।