Sunday , 12 May 2024
শিরোনাম

নরসিংদীতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত ৪

নরসিংদীতে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও চারজন।

শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় পাঁচদোনা-টঙ্গি সড়কের ঘোড়াশাল বাগদি নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি মনোহরদী উপজেলার বড় মির্জাপুর গ্রামের জব্বার মিয়ার ছেলে জামাল মিয়া (৪০)। তবে আহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাঁচদোনা থেকে যাত্রী নিয়ে সিএনজিটি পলাশের দিকে যাচ্ছিল। এর মধ্যে ঘোড়াশাল বাগদি নামক স্থানে আসলে অপর দিক থেকে আসা দ্রুতগামী একটি পোশাক কারখানার যাত্রীবাহী বাস সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এ সময় গুরুত্বর আহত হয় সিএনজির চালকসহ আরও চার যাত্রী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, শনিবার সন্ধ্যায় খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি উদ্ধার করা হয়েছে।

Check Also

শিক্ষায় ছেলেরা কেন পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

এসএসসি ও সমমানের পরীক্ষায় ছাত্রীদের তুলনায় ছাত্রের সংখ্যা কম। এর পেছনে কী কারণ থাকতে পারে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x