চলতি বছর দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পদকের জন্য সাহিত্য ক্যাটাগরিতে মনোনীত হওয়া আমির হামজার বিষয়ে তীব্র সমালোচনার প্রেক্ষাপটে বিষয়টি নিয়ে যেসব আপত্তি এসেছে, সেগুলোর তদন্ত করবে সরকার।
বুধবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বরাত দিয়ে এ কথা জানানো হয়।
সূত্র জানায়, স্বাধীনতা পদকের জন্য সাহিত্য ক্যাটাগরিতে মনোনীত হওয়া আমির হামজার বিষয়ে সৃষ্ট সমালোচনা কর্তৃপক্ষের নজরে এসেছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বিষয়টি তারা তদন্ত করে দেখা হবে। তবে হামজার মনোনয়ন বাতিল বা পর্যালোচনা করা হবে কি-না তা নিয়ে সুনির্দিষ্ট কোন জবাব তিনি দেননি।
এর আগে ২০২০ সালে সাহিত্য ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার নিয়ে তীব্র সমালোচনার পর মনোনয়ন বাতিল করেছিল সরকার।
চলতি বছরের স্বাধীনতা পুরস্কার পাওয়ার তালিকায় আমির হামজার নাম দেখার পর অনেকেই বিস্মিত হয়েছেন, সমালোচনা করেছেন।
২০১৯ সালের জানুয়ারিতে মারা যাওয়া এ লেখকের দুটো বই আছে – ‘বাঘের থাবা’ ও ‘পৃথিবীর মানচিত্রে একটি মুজিব’ তুমি শিরোনামে।