Saturday , 18 May 2024
শিরোনাম

চুয়েটে শিমুল স্মৃতি আন্তঃঅনুষদ ফুটবল টুর্নামেন্টে যন্ত্রকৌশল অনুষদ চ্যাম্পিয়ন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শিক্ষক সমিতির আয়োজনে এবং ইকুইটি রেডিমিক্স কংক্রিট লিমিটেডের সহযোগিতায় চুয়েটের প্রয়াত শিক্ষক শিমুল বিশ্বাস স্মরণে “শিমুল স্মৃতি আন্তঃঅনুষদ ফুটবল টুর্নামেন্ট-২০২২” এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। উক্ত খেলায় যন্ত্রকৌশল অনুষদ টাইব্রেকারে ৩-০ গোলের ব্যবধানে তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক জনাব রতন কুমার দাশ এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট হিসেবে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম নির্বাচিত হন। এছাড়া সর্বোচ্চ গোলদাতা হিসেবে নির্বাচিত হন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব অনিমেষ রায়, সেরা গোলকিপার হিসেবে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী। গতকাল ১৮ই অক্টোবর ২০২২ খ্রি. বিকাল ০৪.৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উক্ত জমজমাট ফাইনাল খেলায় বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। শিক্ষক সমিতির সভাপতি ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান। এতে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. বশির জিসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শারীরিক শিক্ষা বিভাগের উপ-প্রধান শারীরিক শিক্ষা কর্মকর্তা জনাব মোহাম্মদ জসীম উদ্দিন। ফাইনাল খেলা পরিচালনা করেন চুয়েটের শারীরিক শিক্ষা প্রশিক্ষক জনাব মো. জিলহাজ উদ্দিন।

প্রসঙ্গত, গোপালগঞ্জ জেলার কৃতি সন্তান প্রয়াত শিমুল বিশ্বাস চুয়েটের পুরকৌশল বিভাগ থেকে পাশ করে ২০১২ সালে চুয়েটের ডিজেস্টার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০১৫ সালের ১৬ই ফেব্রুয়ারি অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে বিমানযোগে ঢাকা যাওয়ার সময় তিনি বিমানেই মৃত্যুবরণ করেন। প্রয়াত এই শিক্ষকের স্মরণে প্রতি বছর চুয়েট শিক্ষক সমিতি এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

Check Also

৩য় শ্রেণির দুই শিশুকে হাত, মুখ বেঁধে পাশ/বিক নির্যা/তন

লালমনিরহাটে দুই শিশুকে পি/টি/য়ে হাসপাতালে পাঠালেন বখাটে সাগর ভ্যান্ডার আমি আপনার পা/য়/খা/না খাব, আমি চুরি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x