জিয়াউর রহমান ও তারেক রহমানকে অবমাননার প্রতিবাদে মির্জাপুরে বিক্ষোভ মিছিল
মাসুদ পারভেজ, স্টাফ রিপোর্টার।।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি এবং বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই ইউনিয়ন বিএনপির আয়োজনে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৪ টায় গোড়াই এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে উপজেলার গোড়াই ক্যাডেট কলেজ এলাকা থেকে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি গোড়াই উড়াল সেতু, স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ লিঃ এলাকাসহ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে গোড়াই স্ট্যান্ডে এসে সমাপ্ত হয়। এসময় প্রতিবাদ সমাবেশে বক্তারা প্রতিবাদমূলক বক্তব্য প্রদান করেন।
প্রতিবাদ সভায় গোড়াই ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার নুরুল ইসলাম নুরুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ্ আলম।
এসময় আরোও বক্তব্য রাখেন গোড়াই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান জুয়েল, সহ-সভাপতি জুলহাস শেখ, যুগ্ম-সাধারণ সম্পাদক লাবিব শেখ, গোড়াই ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হাবিব শেখ, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, শ্রমিক দল নেতা আবদুল্লাহ, শহীদ জিয়া স্মৃতি সংঘের সাবেক সভাপতি চঞ্চল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও মহিলা দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি, সহযোগী ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।