শফিকুল ইসলাম সোহেল
শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের ডামুড্যায় ১৭ মার্চ বৃহস্পতিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস নানা আয়োজনে পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ৯ টায় দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে একটি বর্ণ্যাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরুস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে,। ডামুড্যা উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিয়ান আহমেদ র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি।
আলোচনা সভায় এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার ,ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, ডামুড্যা থানার ওসি শরীফ আহমেদ, কৃষি কর্মকর্তা শেখ আজিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা ওবায়দুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, জনস্বাস্থ্য প্রকৌশল জাহিদ হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম গিয়াস উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীন, উপজেলা প্রোগ্রামার অফিসার মোঃ লিটন মুন্সি , ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল সহ প্রমুখ।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণ এবং শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা চত্বরে ৭ দিন ব্যাপি মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা উদ্বোধন করা হয়।
মেলায় উপজেলা প্রশাসন, বিভিন্ন ইউনিয়ন পরিষদ, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ২৪ টি স্টল প্রদর্শণ করা হয়।