: চাঁদপুরে পদ্মা-মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে গত ২৪ ঘন্টায় ৩৯ জেলেকে আটক করা হয়েছে।
এসময় ১২টি মাছ ধরার নৌকা, ১ কোটি ৩৬ লাখ মিটার কারেন্ট জাল ও ১৪২ কেজি মা ইলিশ জব্দ করেছে নৌ-পুলিশ।
চাঁদপুর নৌ-থানার অফিসার ইনচার্জ মো.কামরুজ্জামান বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মা ইলিশ রক্ষায় গত ২৪ ঘণ্টায় চাঁদপুরের পদ্মা- মেঘনা নদীতে নৌ-পুলিশ অভিযান চালিয়ে ১ কোটি ৩৬ লাখ মিটার কারেন্ট জাল ও ১৪২ কেজি মা ইলিশ জব্দ এবং ৩৯ জেলেকে আটক করেছে।
কামরুজ্জামান জানান,আটক ৩৯ জেলের মধ্যে ২২ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৪ কিশোরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। অপর ১৩ জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করা হয়। এই অভিযান আগামী ২৮ অক্টোবর পর্যন্ত চলবে বলে জানান তিনি।