জাবি প্রতিনিধি-আসিবুল ইসলাম রিফাত
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন ‘জেইউডিও’ কতৃর্ক আয়োজিত ১৫ তম আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ২০২২- এ মওলানা ভাসানী হলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আল বেরুনী হল।
শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে বিতর্ক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
চূড়ান্ত পর্বে ‘আমাদের ক্রীড়াঙ্গনে পিছিয়ে পড়ার দায় নীতিনির্ধারকেদের নয়, খেলোয়াড়দের’ শীর্ষক বিতর্কে সরকার দল আলবেরুনী হল যুক্তিতর্কের লড়াইয়ে বিরোধী দল মওলানা ভাসানী হলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন সরকার দলের শফি মাহমুদ সাগর।
আল বেরুনী হলের পক্ষে বিতর্ক করেন শফি মাহমুদ সাগর, জিল্লাল হোসেন সৌরভ এবং কে.এম. মেহেরাব সিফাত। মওলানা ভাসানী হলের পক্ষে বিতর্ক করেন নাজিউল ইসলাম শোভন, ফারিম আহসান ও এম. মেহেদী হাসান।
এছাড়াও প্রতিযোগিতায় আয়োজিত বারোয়ারি বিতর্কে চ্যাম্পিয়ন হন রুবিনা জাহান তিথী ও পাবলিক স্পিকিং এ চ্যাম্পিয়ন হন রাতুল হাসান।
এর আগে গত ১৪ ও ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ৫০ ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে ৪র্থ নবীন বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে বাংলা বিতর্কে ৬০ জন ও ইংরেজি বিতর্কে ২৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। নবীন বিতর্ক প্রতিযোগিতায় বাংলা বিতর্কে সেরা বিতার্কিক নির্বাচিত হন সুফিয়া আক্তার এবং ইংরেজি বিতর্কে সেরা হওয়ার গৌরব অর্জন করেন মাহীব রেজা।
প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাজেশন (জেইউডিও) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে যুক্তিবোধ ছড়িয়ে দেয়ার মাধ্যমে একটি আলোকিত সমাজ তৈরীর চেষ্টার অংশ হিসেবে প্রতিবছর নিয়মিত ভাবে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করে আসছে। তারই অংশ হিসেবে এবারেও আয়োজন করা হয় আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা।