চীনের কমিউনিস্ট পার্টির নেতা হিসেবে তৃতীয় মেয়াদে শি জিনপিংয়ের ঐতিহাসিক নির্বাচনের পর রোববার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার চীনা সমকক্ষকে তার ‘উষ্ণ অভিনন্দন’ জানিয়েছেন।
ক্রেমলিনের একটি বিবৃতি অনুসারে, পুতিন বলেছেন যে তিনি আমাদের গঠনমূলক সংলাপ চালিয়ে যেতে এবং আমাদের দেশগুলির মধ্যে কৌশলগত সহযোগিতা জোরদার করার লক্ষ্যে ঘনিষ্ঠ সাধারণ কাজ চালিয়ে যেতে পেরে খুশি হবেন। এছাড়াও শির সমৃদ্ধি কামনা করেন পুতিন।
অন্যদিকে, রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনও চীনের নেতা হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শিকে অভিনন্দন জানিয়েছেন।
এদিকে রাশিয়া এবং উত্তর কোরিয়া ছাড়াও, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শিকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন, তার পুনঃনির্বাচনকে চীনের জনগণের প্রতি তার ‘অটল ভক্তি’ এর প্রতি শ্রদ্ধা বলে অভিহিত করেছেন।
শাহবাজ শরীফ টুইট করেছেন: পুরো পাকিস্তানি জাতির পক্ষ থেকে, আমি প্রেসিডেন্ট শি জিনপিংকে ৩য় মেয়াদে সিপিসির সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানাই। এটি চীনের জনগণের সেবা করার জন্য তার বিচক্ষণ স্টুয়ার্ডশিপ এবং অটল নিষ্ঠার জন্য একটি উজ্জ্বল শ্রদ্ধা।
উল্লেখ্য, রোববার বেইজিংয়ে গ্রেট হল অব পিপলসে ঐতিহাসিক তৃতীয় মেয়াদে দেশটির নেতৃত্ব দেয়ার পর শিকে রোববার চীনের সামরিক প্রধান হিসেবে পুনর্নিযুক্ত করা হয়েছে। এছাড়াও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ২০তম পলিটব্যুরা স্ট্যান্ডিং কমিটির (পিএসসি) প্রধান হয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সূত্র: রয়টার্স, ইয়ন