শফিকুল ইসলাম সোহেল
শরীয়তপুর জেলা প্রতিনিধি
জাতির পিতার ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শরীয়তপুর ডামুড্যায় জাতীয় নেতা আব্দুর রাজ্জাকের নামে আমার রাজ্জাক সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আনন্দ মেলার আয়োজন করা হয়। ১৭ ই মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ডামুড্যা আব্দুর রাজ্জাক সরকারি কলেজের মাঠে এ মেলার উদ্বোধন করা হয়। আনন্দ মেলাটি আগামী ৩১ শে মার্চ পর্যন্ত চলবে।
মেলাকে কেন্দ্র করে শরীয়তপুরের সাধারণ মানুষের মাঝে উৎসবের আমেজ দেখা দিয়েছে। রয়েছে বিভিন্ন ধরনের দোকানসহ নানান আয়োজন।
ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মো. আল নাহিয়ান এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। উদ্বোধক হিসেবে উপস্থিত শরীয়তপুরের পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন, ডামুড্যা আব্দুর রাজ্জাক সরকারি কলেজের অধ্যক্ষ মো. জহির উল্লাহ্, ডামুড্যা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, ডামুড্যা উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, পূর্ব ডামুড্যা ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন, কনেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান মো: আনিছুর রহমান মাদবর, ধানকাটি ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মাওলা রতন, আমার আব্দুর রাজ্জাক স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মেহেদী হাসান রুবেল, সাধারন সম্পাদক কামরুল হাসান মন্টি,ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।