সাতকানিয়া প্রতিনিধি ,মোহাম্মদ হোছাইন:
সোমবার দুপুরে সাতকানিয়া সদর ইউনিয়নের গারাঙ্গিয়া ব্রীজ সংলগ্ন শাহ মজিদিয়া মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে
ফলে ক্ষতিগ্রস্তদের দাবি অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে অনুমান করছে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্য আগুন ছড়িয়ে পড়ে ২টি ফার্মেসি, ১টি হার্ডওয়ার দোকান, ১টি লেপ-তোষকের দোকান, ১টি কাপড় ও কসমেটিকের দোকান সম্পূর্ণ পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয় আরও ০৬টি দোকান।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন— গিয়াস উদ্দীন, ডা. ওসমান , এনামুল হক, হারুন ও মো,আলমগীর সওদাগর ।
বৈদ্যুতিক শর্টসার্কিট হতে আগুনের সূত্র হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের প্রাথমিকভাবে ধারণা। ক্ষতিগ্রস্ত দোকানদের মতে উক্ত অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. হুমায়ুন কার্ণায়েন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডে আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে। তাছাড়া দোকান হতে প্রায় কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।