Saturday , 4 May 2024
শিরোনাম

রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যােগের ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ।

চাইথোয়াইমং মারমা
রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ

রাঙামাটি জেলা রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগের ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে পাহাড়ী বাঙালী দুস্থ, অসহায় ও গরীব জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ করা হয়েছে।

সেনাবাহিনীর উদ্যোগে মঙ্গলবার (১ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ঘিলাছড়ির তালুকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ক্যাম্প কার্যক্রম পরিচালনা করা হয়।

এর আগে কাপ্তাই অটল ৫৬ বেঙ্গল সেনা জোনের রাজস্থলী সাব জোন কমান্ডার ক্যাপ্টেন আবিদ আহসান ফ্রি মেডিক্যাল ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয় ।

এ সময় উপস্থিত ছিলেন রাজস্থলী সাব জোন এর সিনিয়র ওয়ারেন্ড অফিসার আশরাফ হোসেন, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, ৭ নং ওয়ার্ডের সদস্য জয়নুল তালুকদার সহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. ক্যাপ্টেন মো.সাফাত চৌধুরীর নেতৃত্বে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক ২টি বুথে চিকিৎসা সেবা দেন।
ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা প্রায় ৫০০ শত রোগীকে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়েছে।

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চোখের সমস্যা, নাক-কান-গলা, হৃদরোগ ও বক্ষব্যাধি লিভার-পরিপাক ও কিডনি, চর্ম ও যৌন, শিশু বিভাগ, ডায়াবেটিস ও ইউরিন, প্রসূতি ধাত্রীবিদ্যা ও স্ত্রী রোগ, নিউরো মেডিসিন, পেইন ক্লিনিক ও বাতের ব্যথা, ফিজিক্যাল মেডিসিন বিভাগে রোগী দেখা ও বিভিন্ন রোগের জন্য বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে।

ছবি ক্যাপসন, রাজস্থলীতে সেনাবাহিনীর পরিচালনায় চিকিৎসা সেবা দিচ্ছেন ক্যাপ্টেন সাফাত চৌধুরী, মেডিকেল অফিসার সিএমএইচ ।

Check Also

বড় জয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি

ম্যাচ শুরুর আগেই চট্টগ্রামের আকাশে ছিল মেঘের আনাগোনা। আগেরদিন সেখানে হয়েছে বৃষ্টি। উইকেটেও অনেকটা সবুজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x