ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) জানিয়েছে ইউক্রেনে খাদ্য সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ছে। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইউক্রেন সংকটের জন্য ডব্লিউএফপি জরুরি সমন্বয়কারী জ্যাকব কার্ন জানান, অবকাঠামোগুলোর বিভিন্ন অংশ ধ্বংস হয়ে গেছে। অনেক মুদি দোকান এবং গুদাম এখন খালি।
জ্যাকব কার্ন মারিউপোলের মতো ‘দখলের অপেক্ষায় থাকা শহরগুলোর’ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি বলেন, সেখানে খাদ্য সরবরাহ শেষ হয়ে যাচ্ছে এবং তাদের প্রতিনিধি দল এখনো শহরে প্রবেশ করতে সক্ষম হয়নি।
ইউক্রেন সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের দাম ৮-২০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য সংস্থা।