মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:
জেলা প্রশাসন বান্দরবান ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা (বিএনকেএস) এর সহযোগিতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর হতে ১০ডিসেম্বর) ২০২২ এর উদ্বোধন উপলক্ষে “সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানাবিধ আয়োজনের অংশ হিসেবে বান্দরবানে বর্ণাঢ্য র্যালি ও মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থেকে বেলুন ও পায়রা উড়িয়ে উড়িয়ে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরিজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আতিয়া চৌধুরী, বিএনকেএস এর নির্বাহী পরিচালক হ্লাসিংনু, মহিলা অধিদপ্তরের আলেয়া বেগম সহ সরকারি বেসরকারি বিভিন্ন কর্মকর্মতা এবং নারী নেত্রীরা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ বর্ণাঢ্য র্র্যালি ও নারীদের অংশ গ্রহণে মোটর শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে পূণরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। এসময় বিভিন্ন নারী ও কিশোরীরা হাতে ব্যানার ও প্লেকার্ড নিয়ে শোভাযাত্রায় অংশ নেন।