Saturday , 4 May 2024
শিরোনাম

রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট

রিয়াদ প্রতিনিধি:

সৌদি আরবের রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের ৩২টি দল নিয়ে শুরু হলো সানসিটি পলিক্লিনিক বাংলা স্পোর্টস বিজয় গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২২।

বাংলা স্পোর্টস ক্লাবের নিজস্ব হোম গ্রাউন্ডে টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের ব্যবসায়ী ও প্রিমিয়ার সুইটসের কর্নধার মীর রাসেল সুজন।

অনুষ্ঠানে বাংলা স্পোর্টস ক্লাবের প্রধান উপদেষ্টা মো. আলতাফ হোসাইনের সভাপতিত্বে ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও টুর্নামেন্ট পরিচালক ফকির আল-আমিনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন ডিএমসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল-মামুন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন, বাংলা স্পোর্টস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মো. রাসেল হাসান।

আয়োজকরা জানান, আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। পুরো টুর্নামেন্টের সহিযোগিতায় আছে সানসিটি পলিক্লিনিক, প্রবাসী সেবাকেন্দ্র ইডিসি, প্রিমিয়াম সুইটস ফ্রেন্ডি ভারজিন মোবাইল,গালফ টলেডো রেস্টুরেন্ট, মানিগ্রাম, প্রাণ দিনা হাইপার মার্কেট, কটন হাউজ, ফয়সাল সিসিটিভি বর্ণ স্পোর্টস।

Check Also

বড় জয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি

ম্যাচ শুরুর আগেই চট্টগ্রামের আকাশে ছিল মেঘের আনাগোনা। আগেরদিন সেখানে হয়েছে বৃষ্টি। উইকেটেও অনেকটা সবুজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x