লোকমান আনছারী রাউজান প্রতিনিধি:
চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে জননেত্রী শেখ হাসিনার মহাসমাবেশ সফল করতে রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি, এম ফজলে করিম চৌধুরী এমপির নেতৃত্বে আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগের নেতা কর্মী সহ ৩০ হাজার মানুষ যাবেন । চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে প্রধান মন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশে যাওয়ার জন্য ১ হাজার বাস, ট্রাক, কার ভাড়া করা হয়েছে বলে জানান চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতির সভাপতি আলহাজ্ব সৈয়দ হোসেন কোম্পানী ও চট্টগ্রাম বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ইউনুছ । ৪ ডিসেম্বর রবিবার সকালে বাস ও ট্রাক কার মাইক্রোবাস যোগে রাউজান থেকে ৩০ হাজার মানুষ রওয়ানা দেবে মহাসমাবেশের উদ্যোশে । চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদ ময়দানে সকলেই জমায়েত হয়ে রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপির নেতৃত্বে মহাসমাবেশে যোগ দেবে রাউজান বাসী । জননেত্রী শেখ হাসিনার মহাসমাবেশকে কেন্দ্র করে রাউজানে ব্যাপক প্রচার প্রচারনা চলছে । রাউজানের প্রতিটি এলাকায় ব্যানার ফেষ্টুন টাঙ্গানো হয়েছে সড়কের পাশে ভবনে । সড়কের আইল্যান্ডে খুটি দিয়ে টাঙ্গানো হয়েছে ফেষ্টুন । রাউজানের প্রতিটি এলাকার অলি গলিতে মহাসাবেশের পোষ্টার লাগানো হয়েছে । প্রতিটি এলাকায় ট্রাকে ও সিএনজি অটোরিক্সায় মাইক বেধে মহাসমাবেশের প্রচারনা চলছে ।সামজিক যোগাযোগ মাধ্যমে ও চলছে ব্যাপক প্রচারনা । এই মহাসমাবেশে রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপির নেতৃত্বে রাউজান থেকে বিপুল পরিমান উপস্থিত হয়ে স্মরনকালের মহাসমাবেশকে সফল করতে চাই। রাউজানের সকল শ্রেনী ও পেশার মানুষ এবি এম ফজলে করিম চৌধুরী এমপির নেতৃত্বে ঐক্যবদ্ব মহাসমাবেশে তা আবারো প্রমান করবে । সমাবেশকে কেন্দ্র করে ৩ ডিসেম্বর শনিবার বিকেলে রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যলয়ের সামনে থেকে রেলপথ মন্ত্রনালয় সর্ম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপির নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগের নেতা কর্মীদের নিয়ে বিশাল মিছিল বের করা হয় । মিছিলিটি রাউজান উপজেলা সদর প্রদিক্ষন শেষে মুন্সির ঘাটায় এসে শেষ হয় । মিছিল শেষে রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাবের সভাপতিত্বে সভায় মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি । সভায় আরো উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,আওয়ামী লীগ নেতা কাজী ইকবাল, স্বপন দাশ গুপ্ত, শাহ আলম চৌধুরী, শাহাজাহান ইকবাল, কামরুল ইসলাম বাহাদুর, নজরুল ইসলাম চৌধুরী, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, চেয়ারম্যান শফিকুল ইসলাম, আবদুর রহমান চৌধুরী, রবিন্দ্র লাল চৌধুরী, সরোয়ার্দি সিকদার, প্রিয়তোষ চৌধুরী, বিএম জসিম উদ্দিন হিরু, নিজাম উদ্দিন আহম্মদ, সাহাবুউদ্দিন আরিফ, বাবুল মিয়া, ভুপেশ বড়ুয়া, রোকন উদ্দিন, যুবলীগ নেতা কাজী রাশেদ, হাসান মোহাম্মদ রাসেল, আবু সালেক, সাবের উদ্দিন, ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান মাসুদ, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু আরমান শিকদার, আশিফ, অনুপ চক্রবর্তী, ফয়সাল মাহমুদ, নাসির উদ্দিন সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।