মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার: বান্দরবানে পর্বত দিবস-২০২২ উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ১১ডিসেম্বর রোববার সকালে বান্দরবানের ঐতিহাসিক রাজার মাঠে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্টিত হয়।
ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় দেশের বিভিন্নস্থানের ১শজন অংশ নিয়েছেন এবং বান্দরবান ঐতিহাসিক রাজার মাঠে শেষ হয়। শুরু বাইতুল ইজ্জত ভিউ ২৬ কিলোমিটার পাহাড়ী আঁকা বাকা পথ পাড়ি দিয়ে মেঘলা পর্যটন কেন্দ্র হয়ে রাজা মাঠে এসে এই প্রতিযোগিতার সমাপ্তি হয়।
সকাল ১০ টায় বান্দরবান ঐতিহাসিক রাজারমাঠে এক সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। এসময় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউসার হোসেন কাউসার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো.লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো.নাজিম উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌরসভার মেয়র ইসলাম বেবী,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা জুড়ি মং, উ চিং মং মারমা, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, জেলা পরিষদের সদস্য লক্ষিপদ দাস,জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট কবি লেখক সিং ইয়ং ম্রো’সহ বাংলাদেশে ম্যারাথন দৌড় ফেডারেশনের কর্মকর্তা এবং বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্র্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা বক্তব্যে বলেন,পার্বত্য এলাকা একটি পর্যটন জেলা আর এই পর্যটন জেলায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আয়োজন করায় পাহাড়ের প্রতিটি ক্রীড়াবিদরা আরো উৎসাহ পাবে। তিনি আরো বলেন, ক্রীড়ার উন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন উন্নয়নমুলক কাজ করে যাচ্ছে আর আগামীতে ক্রীড়ার মান উন্নয়নে আরো নতুন নতুন প্রকল্প হাতে নেয়া হবে।