নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া থেকে ইউরেনিয়াম কেনা বাড়িয়েছে ফ্রান্স। ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া থেকে ফ্রান্সের ইউরেনিয়াম আমদানি তিন গুণ বেড়েছে।
ফরাসি সাময়িকী ‘কানায অনশানে’ জানিয়েছে, ফ্রান্সের বিদ্যুৎ কোম্পানির শুল্ক বিষয়ক কাগজপত্র ঘেঁটে এ তথ্য পাওয়া গেছে। চলতি বছরের প্রথম ৯ মাসে রাশিয়া থেকে ২৯০ টন ইউরেনিয়াম আমদানি করেছে ফ্রান্স। এ জন্য তারা রাশিয়াকে সাড়ে ৩৪ কোটি ইউরো পরিশোধ করেছে।
ফ্রান্সের ৫৬টি নিউক্লিয়ার রিঅ্যাক্টর রয়েছে। এর মধ্যে ২৪টি রিঅ্যাক্টরের সংস্কারের কাজ চলছে। জ্বালানি সংকট ঠেকাতে ফ্রান্স এই পরিমাণ ইউরেনিয়াম কিনেছে। বিভিন্ন সূত্র জানিয়েছে, রাশিয়ার ইউরেনিয়াম দামে তুলনামূলক সস্তা। এ কারণেই সেখান থেকে ইউরেনিয়াম কিনেছে দেশটি।
ফ্রান্সের জ্বালানিমন্ত্রীর বক্তব্য ও আচরণ থেকেও এ বিষয়টি স্পষ্ট হয়েছে। তিনি রাশিয়া থেকে কেনা ইউরেনিয়ামের ধরণ ও প্রকৃতির বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে রাজি হননি।