হাজী মোঃ সিদ্দিকুর রহমান, বরগুনা জেলা প্রতিনিধি:
বরগুনা জেলা বেতাগী থানার অফিসার ইনচার্জ বিদায় কালে সকল মানুষের সাথে কুশল বিনিময় করে বিদায় নিলেন বেতাগী থানা থেকে। হাসিমুখে বিদায় দিলেন বেতাগী উপজেলার মেয়র এবিএম আলহাজ্ব গোলাম কবির, বেতাগী উপজেলার চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান ও সুশীল সমাজের সাধারণ মানুষ।
এক বছরের বেশি সময় বেতাগী থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন কালে চেষ্টা করেছি বেতাগীর সর্ব শ্রেনী পেশার মানুষের সেবা দেওয়ার। যদি ভালো কিছু করে থাকি তবে তা সম্ভব হয়েছে বেতাগী থানা এলাকার রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি, সাংবাদিক,আমার সহকর্মী ও বেতাগী বাসীর আন্তরিক সহযোগিতায় আর যদি কোনো ব্যর্থতা থেকে থাকে তা সম্পুর্ন আমার নিজের। বদলি জনিত বিদায়ের কারণে আপনাদের ছেড়ে যাচ্ছি তবে বেতাগীবাসীকে আজীবন মনে রাখবো। আমার জন্য দোয়া করবেন, আমার উপর অর্পিত দায়িত্ব যেন আমি সঠিকভাবে পালন করতে পারি। সবাই ভালো থাকবেন।