Thursday , 9 May 2024
শিরোনাম

বেসরকারি স্কুলে ভর্তির লটারির ফল জানা যাবে যেভাবে

দেশের বেসরকারি মাধ্যমিক স্কুলগুলোতে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ভর্তির লটারি অনুষ্ঠিত হবে।

বিকেল ৩টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শুরু হবে লটারি।

এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির উপস্থিত থাকার কথা রয়েছে। লটারি শেষে স্কুলে ভর্তির ফল নির্ধারিত ওয়েবসাইটে দেখা যাবে।

বেসরকারি দুই হাজার ৮৫২টি মাধ্যমিক বিদ্যালয়ে আগামী বছরের জন্য প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারি হবে।

এবার সরকারি স্কুলে আসন প্রতি ছয়টি করে আবেদন এলেও বেসরকারি দুই হাজার ৮৫২টি প্রতিষ্ঠানে সাড়ে ৬ লাখের বেশি আসন খালি থাকছে।

সে কারণে বেসরকারি স্কুলে আসন খালি থাকা সাপেক্ষে নীতিমালা অনুসরণ করে সরাসরি শিক্ষার্থী ভর্তির সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

যেভাবে জানা যাবে লটারির ফল

এসএমএসের মাধ্যমে এবং ওয়েবসাইটে ফল পাওয়া যাবে। মোবাইলে ফল পেতে মেসেজ অপশনে GSA RESULT USER ID লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

যেমন: GSA RESULT DFSRESGSJD লিখে যেকোনো টেলিটক নম্বর থেকে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এছাড়া ভিজিট করতে হবে- gsa.teletalk.com.bd ওয়েবসাইটে।

Check Also

নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে ঈশ্বরগঞ্জের ইউএনও আরিফুল ইসলাম প্রিন্স সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক । ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আরিফুল ইসলাম প্রিন্স নির্বাচনী দায়িত্ব পালন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x