সাইফুল ইসলাম মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
”প্রগতিশীল প্রযুক্তি,অন্তর্ভূক্তিমূলক উন্নতি’’ এই
প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে নানান আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস-২২’ পালিত হয়েছে। দিবসটি পালনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগীতায় সোমবার(১২ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে দিবসের শুভ সূচনা করা হয়। এসময় উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন, সহকারী কমিশনার ( ভূমি) মো. জাকির হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন রাসেল, সমাজসেবা কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদী, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,মির্জাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান সাদিকুল ইসলাম প্রমুখ।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বর্নাঢ্য
শোভা যাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।