Friday , 3 May 2024
শিরোনাম

বান্দরবানে হোটেল মোটেল এন্ড রিসোর্ট ওনার্স এসোসিয়েশন ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বিশেষ ছাড় দেওয়ার ঘোষনা

মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:

বিজয় দিবস এবং সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে ১৩ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত বান্দরবানের পর্যটন ব্যবসায়ীরা বিশেষ ছাড় দেওয়ার ঘোষনা দিয়েছে। ১৩ ডিসেম্বর মঙ্গলবার সকালে বান্দরবান প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কথা বলেন মোটেল এন্ড রিসোর্ট ওনার্স এসোসিয়েশন সভাপতি অমল কান্তি দাশ। এসময় তিনি আরও বলেন, করোনাকালীন সময় বান্দরবানের পর্যটন ব্যবসা অনেকটা ধস নামে। পরবর্তী গেল ঈদের সময় পর্যটন ব্যবসায়ীরা ঘুরে দাড়াতে শুরু করলেও সম্প্রতি পাহাড়ে সন্ত্রাস বিরোধী অভিযান চলমান থাকায় পর্যটকদের মনে অনেকটা ভয়ভীতি কাজ করছে। কিন্তু রুমা-রোয়াংছড়ি ব্যতিত বান্দরবানের অন্যান্য উপজেলার পর্যটন স্পটগুলোতে নির্ভয়ে ঘুরে বেড়াতে পারবে পর্যটকরা। তাই এই সময়ে বান্দরবানে ভ্রমণে আসা পর্যটকরা হোটেল এন্ড রিসোর্ট ওনার্স এসোসিয়েশন থেকে ৩০ শতাংশ, মাইক্রোবাস, জীপ ও পিকআপ মালিক সমিতি ২০ শতাংশ এবং রেঁস্তোরা মালিক সমিতির পক্ষ থেকে ১০ শতাংশ ছাড়ে সেবা গ্রহণ করতে পারবেন। পর্যটকদের নিরাপদ ভ্রমণসহ সর্বোচ্চ সেবা প্রদান করার প্রতিশ্রুতিও দেন ব্যবসায়ীরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মাইক্রোবাস, জীপ ও পিকআপ মালিক সমিতির সভাপতি নাছিরুল আলম, রেঁস্তোরা মালিক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন মাষ্টার, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক, প্রথম আলো পত্রিকার প্রতিনিধি বৌদ্ধজোতি চাকমা, ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি মিলন চক্রবর্তীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ও পর্যটন ব্যবসায় সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Check Also

নরসিংদীতে গারদে আটক বন্দীকে খাবার না দেওয়ার অভিযোগ

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অবস্থিত গারদখানার এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x