Monday , 20 May 2024
শিরোনাম

বান্দরবান জেলা প্রশাসক কর্তৃক পাইলট প্রজেক্ট কলাগাছের সুতা ও পণ্য তৈরী

মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:

বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক কর্তৃক গৃহীত পাইলট প্রজেক্ট কলাগাছের সুতা তৈরী এবং সুতাজাত পণ্য তৈরির কার্যক্রম উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সম্প্রসারণের লক্ষ্যে আয়োজিত উদ্বুদ্ধকরণ সভায় সভাপতিত্ব করেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিডি এলজি মোঃ লুৎফর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, বান্দরবান পৌরসভার মেয়ের মোহাম্মদ ইসলাম বেবী, বান্দরবান পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ অং চা লু, লামা পৌরসভার মেয়র মো: জহিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, উপজেলা চেয়ারম্যানবৃন্দ, বান্দরবান ২নং কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা, বান্দরবান ৩নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংসাহ্লা মারমা, বান্দরবান ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা, বান্দরবান ৫নং টংকাবতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাংয়াং ম্রো প্রদীপ’সহ অন্যান্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, ইউনিয়ন পরিষদ সচিবগণ সহ সাংবাদিকবৃন্দ। বান্দরবান পার্বত্য জেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে এ প্রকল্পের বাস্তবায়নে জেলা প্রশাসক জনপ্রতিনিধি ও উপজেলা নির্বাহী অফিসারদের সাথে মত বিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় তিনি অপার সম্ভাবনাময় এ প্রকল্প বাস্তবায়ন করে কলাগাছের অব্যবহৃত অংশ থেকে উৎপাদিত পণ্যের বিপণনের মাধ্যমে স্বনির্ভরতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় পরিবেশবান্ধব পণ্যগুলো জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার আশাবাদ ব্যক্ত করেন।

Check Also

বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার কর্মী সমর্থকদের প্রাণনাশের হুমকিসহ নানা অভিযোগে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাড.হুমায়ুন কবির সুমনের সাংবাদিক সম্মেলন

লুৎফুর রহমান রিপন।। আসন্ন ৬ষ্ঠ উপজেলা নির্বাচনকে ঘিরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া মার্কা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x