Friday , 17 May 2024
শিরোনাম

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত

লোকমান আনছারী রাউজান প্রতিনিধি

শহীদ লিয়াকত স্মৃতি সংসদ রাউজান দক্ষিণ জোন এর ব্যবস্থাপনায় দেশের অন্যতম বৃহৎ বেসরকারী বৃত্তি পরীক্ষা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।২৫ ডিসেম্বর রবিবার সারা দেশ ব্যাপী একযোগে অনুষ্ঠিত হয়েছে।দক্ষিণ রাউজান এর বিভিন্ন স্কুল ও মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলা ও ইংরেজি মিডিয়ামে পরীক্ষা অনুষ্ঠিত হয়। দক্ষিণ রাউজান এর অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে ৮১৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শহীদ লিয়াকত স্মৃতি সংসদ এর উপদেষ্টা অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দিন, সাবেক পরিচালক এম কপিল রানা, মোঃ এহসান, সাবেক সচিব জাহিদ কাদেরী,সাবেক সদস্য খ.ম জামাল উদ্দিন, শহীদ লিয়াকত স্মৃতি সংসদ রাউজান দক্ষিণ জোন এর উপদেষ্টা স.ম জাফর উল্লাহ, মাস্টার নুর নবী, ডাঃ ইউনুস মিঞা,মাওলানা এস এম আইয়ুব বদরী, মৌলানা আজিজুর রহমান,গশ্চি হাসানিয়া দরবারের সাজ্জাদানশীন মৌলানা মেজাম্মেল হক, রাউহান সাহিত্য পরিষদের সভাপতি মহিউদ্দিন ইমন,শহীদ লিয়াকত স্মৃতি সংসদ রাউজান দক্ষিণ জোন এর সাবেক পরিচালক মোঃ সেকান্দর, মৌলানা আলী আজম, সাবেক সদস্য শাহজাহান সিরাজ, কুতুব উদ্দীন, মোঃ সরোয়ার, মাওলানা মনজুর, শহীদ লিয়াকত স্মৃতি সংসদ রাউজান দক্ষিণ জোন এর পরিচালক শেখ পারভেজ, সচিব মোহাম্মদ ইসমাইল হোসাইন, সদস্য মোঃ তানবির, মোঃ সাজ্জাদ, ইসহাক, মহিউদ্দিন, মোরশেদ, হান্নান, নাফিজ, ইমতিয়াজ, সালমা আক্তার, ইমন, তিসা, আরিফ, নেজাম, হাসান, রিফাত, জুবায়ের, রাকিব প্রমুখ।

Check Also

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x