Wednesday , 8 May 2024
শিরোনাম

নানা আয়োজনে বান্দরবানে জাতীয় সমাজ দিবস পালিত

মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার :
বান্দরবানে নানা আয়োজনে জাতীয় সমাজ দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে ২জানুয়ারী সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে বের করা হয় বর্ণাঢ্য র‌্যালী । র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বান্দরবান অরুণ সারকী টাউন হলে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে অরুন সারকী টাউন হলে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।

অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম, ডেপুটি সিভিল সার্জন ডা. থোয়াই অংচিং, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মিল্টন মহুরী, সহকারী পরিচালক উর্বষী দেওয়ান,শহর সমাজ সেবা অফিসার শফিকুল ইসলাম, সরকারী শিশু পরিবারের তত্ত্বাবধায়ক সত্যজিৎ মজুমদার, অন্ধ প্রতিবন্ধী স্কুলের শিক্ষক মোঃ জসিম উদ্দিন,অন্ধ প্রতিবন্ধী স্কুলের অফিস সহকারী মেহেদী হাসান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, বান্দরবান জেলায় সমাজ সেবায় ২০০ এর উপর সংগঠন আছে এখন। সংগঠন এখন জালের মত হয়ে গেছে। অনেক সংগঠনের কোন অস্তিত্ব নেই । যাদের রেজুলেশন নেই, সভা নেই, অকেজো এরকম সংগঠনকে বাতিল করতে হবে। সেবার মানসিকতা থাকতে হবে। সরকার ডিজিটাল সেবা দিতে চাই। সেবা নিশ্চিত করার জন্য অনেক যন্ত্রপাতি দেয়া হয়েছে। কিন্তু অধিকাংশ যন্ত্রপাতির যত্ন না করে নষ্ট করে ফেলা হয়। অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের ব্রেইল বই ও কার্ড এবং হুইল চেয়ার বিতরণ করা হয়।

Check Also

১৩৯ উপজেলায় ভোটগ্রহণ চলছে

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দেশের ৫৯ জেলার ১৩৯টি উপজেলায় ভোটগ্রহণ চলছে। আজ বুধবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x