আশুলিয়ায় দেশীয় মদ-গাঁজা সহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
সাভারের আশুলিয়ায় পৃথকস্থানে অভিযান চালিয়ে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ৫ লিটার দেশীয় মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ৪ মাদক কারবারিকে আটক করা হয়।
শনিবার (২ আগস্ট) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান।
এর আগে শনিবার ভোররাতে আশুলিয়ার আউকপাড়া ও ঘোষবাগ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারাৃতরা হলো- আশুলিয়ার আউকপাড়া এলাকার বাদশা ফকিরের ছেলে মোঃ রহিম (৫০) ও তার স্ত্রী নাসিমা বেগম (৪৫), একই এলাকার মোঃ লোকমানের ছেলে মোঃ সেলিম (৪৫) এবং কুমিল্লা জেলার৷ বুড়িচং থানার পাহাড়পুর মাষ্টারবাড়ী এলাকার নাসির আহম্মেদ ছেলে আহাদ আহম্মেদ জিসান (২৩)।
পুলিশ জানায়, শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার আউকপাড়া এলাকার অভিযান চালিয়ে এক নারীসহ তিন মাদক কারবারি আটক করা হয়। এ সময় তাদের হেফাজতে থেকে ২০০ গ্রাম গাঁজা ও ৫ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।
অন্যদিকে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা সহ জিসান নামের এক মাদক কারবারিকে আটক করা হয়।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে আজ সকালে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।