মেহেরপুরে মুজিবনগর বিশ্ববিদ্যালয় নামে নতুন একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে।
সোমবার (২৮ মার্চ) মন্ত্রিসভা বৈঠকে ‘মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর আইন, ২০২২’-এর খসড়ার নীতিগত অনুমোদন হয়েছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, এটি অন্যান্য বিশ্ববিদ্যালয় আইনের মতোই। এ আইনের খসড়ায় ৩৬টি ধারা আছে। রাষ্ট্রপতি আচার্য হবেন। তিনি একজন স্বনামধন্য শিক্ষককে ভিসি নিয়োগ দেবেন চার বছরের জন্য। এছাড়া নিয়ম অনুযায়ী তিনি অন্যান্য পদেও নিয়োগ দেবেন।
এর আগে দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে আসন্ন রমজান মাসে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চালু রাখার সিদ্ধান্ত অনুমোদন হয়।