গাঁজার গাছ উদ্ধার, আটক ১
সেনাবাহিনী অভিযানে গাজার গাছ উদ্ধার ও একজন নারী আটক । সোমবার দুপুরে নাটোরের বড়াইগ্রামের মাঝগাঁও ইউনিয়নের বাহিমালী গ্রামে অভিযান চালিয়ে বাড়ির পেছনের জঙ্গলে থাকা সাড়ে ৮ ফুট দীর্ঘ কথিত গাঁজা গাছ উদ্ধার করে।
আটক করা হয় লিনা রোজারিও (৪৫) নামে এক নারীকে। সে ওই গ্রামের সুভাষ রোজারিও’র স্ত্রী।
আটককৃত লিনা রোজারিও জানান, আমি জানতাম এটা ভাং গাছ। আমার স্বামী এই গাছের পাতা মুরগীর গায়ের পোকা লাগা দূর করতে ব্যবহার করে। এটা জঙ্গলে একা একাই বড় হয়েছে। সেনাবাহিনী এসে এটাকে গাঁজা গাছ হিসেবে জব্দ করায় জানতে পারলাম গাছটি গাঁজা গাছ। গাঁজার গাছ জানলে অনেক আগেই কেটে ফেলতাম।
সেনাবাহিনীর প্রেসব্রিফিং এ বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত সুভাষ রোজারিও পলাতক রয়েছে। তদন্তের স্বার্থে ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী লিনা রোজারিওকে থানায় হস্তান্তর করা হয়েছে।”
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার হোসেন জানান, উদ্ধারকৃত গাছটি কথিত গাঁজা গাছ। তবে নিশ্চিত হতে উদ্ভিদ বিশেষজ্ঞদের কাছে পাঠানো হবে।