কুষ্টিয়া প্রতিনিধিঃ বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীন নির্বাচনসহ ১০ দফা দাবি আদায় এবং বিদ্যুতের মূল্যবৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৬ জানুয়ারি) বিক্ষোভ সমাবেশ করেছেন কুষ্টিয়া সদর উপজেলা বিএনপি।কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে সামনে আজ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, সীমাহীন লুটপাট ও টাকা পাচারের কারণে আজ দেশ দেউলিয়ার পথে। এখন বাধ্য হয়ে আইএমএফ এর কাছ থেকে শর্ত সাপেক্ষে ঋণ নিতে গিয়ে দেশের সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সীমাহীন বৃদ্ধি পেয়েছে। তিনি অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও দেশনায়ক তারেক রহমান সহ বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের এবং সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচনের জোর দাবি জানান।
কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির আহ্বায়ক বশিরুল আলম চাঁদের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লব এর পরিচালনায় বক্তব্য রাখছেন, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, আব্দুর রাজ্জাক বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু, সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
নেতৃবৃন্দ বিদ্যুতের দাম কমানো, বিএনপির দেওয়া ১০ দফা দাবি আদায়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ সকল নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর সিরাজ উদ্দিন, হায়েত আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন বিদ্যুৎ, সদর উপজেলা বিএনপির সদস্য ও কুষ্টিয়া জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এস আর শিপন, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম মনির, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কুষ্টিয়া শহর শাখার সভাপতি নাহিদুল ইসলাম রুপল।
উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন, ডাক্তার আলফাজ উদ্দিন, সেলিম উদ্দিন, আলফাজ উদ্দিন, সাইদুল ইসলাম, কুষ্টিয়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ, কুষ্টিয়া জেলা বিএনপির সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাসানুজ্জামান হাসান, কুষ্টিয়া জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব রেজাউল ইসলাম, সদর উপজেলার বিএনপির সদস্য আব্দুল খালেক, শাজাহান আলী জোয়ারদার, আজমল হোসেন, সদস্য হাসান মাহামুদ খান সজল, হাটশ হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল ইসলাম আন্টু, জিয়ারখী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউল রহমান জিয়া, সাধারণ সম্পাদক সুজা উদ্দিন বাবু, হরিনারায়নপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রিয়াজ উদ্দিন, আব্দালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মহাসিন আলী, সাধারণ সম্পাদক ইমদাদুল হক, গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ইউনুস আলী, ঝাউদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া, আলামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ শরিফ উদ্দিন, বটতৈল ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল বারী বাদশা, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিঃ আশরাফুল ইসলাম শিপন প্রমুখ।